আওয়ামী লীগ নিষিদ্ধের প্রেক্ষিতে ঢাকায় ও চট্টগ্রামে পুনাব ও জুলাই বিপ্লব মৈত্রী জোটের জিয়াফত ও সাংস্কৃতিক আয়োজন

ঢাকা ও চট্টগ্রামে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘটনার প্রেক্ষিতে Private University National Association of Bangladesh (PUNAB) এবং July Revolution Alliance of Bangladesh এর যৌথ উদ্যোগে আয়োজিত হলো জিয়াফত ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক এবং স্বীকৃত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিলো জুলাই বিপ্লবের পটভূমিতে অংশগ্রহণকারী ও সমর্থকদের চিন্তা, পরামর্শ ও দিকনির্দেশনা আদান-প্রদান করা।

ঢাকার জিয়াফত অনুষ্ঠানে কোরবানির জন্য প্রস্তুত ছিল দুইটি গরু ও একটি ছাগল। বিশাল এই আয়োজন ছিল পুনাব ও মৈত্রী জোটের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও নাগরিকদের জন্য খোলা। এসময় এক প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় যেখানে দেশের সংস্কৃতি, প্রতিবাদ ও প্রগতির গান পরিবেশিত হয়।

অন্যদিকে, চট্টগ্রামে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী মেজবান, যেখানে হাজারো মানুষ অংশগ্রহণ করে ঐক্য, সংহতি ও স্বাধীনতার পক্ষে সংহতি প্রকাশ করেন।

আলোচনায় বক্তব্য রাখেন ডা. ফারজানা ইসলাম রূপা (BMU), মাসুদ রানা জুয়েল (বাংলাদেশ ছাত্র আন্দোলন), তানজিমুর রহমান রাফি (বাংলাদেশ ছাত্র ইউনিয়ন – প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা), রেজাউল করিম (বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির – প্রাইভেট ইউনিভার্সিটি শাখা), ফারহান হাবিব (ULAB ও ২০১৫ সালের No VAT on Education আন্দোলনের প্রধান সমন্বয়ক) এবং মিথু মোহাম্মদ (East West University VAT Movement এর যুগ্ম সমন্বয়ক)।

পুনাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ‘স্বাধীনতা রক্ষার স্বার্থে আমরা সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে দেশের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’ তারা বলেন, এই আয়োজন কেবল একটি উৎসব নয়, এটি দেশের গণতান্ত্রিক ও স্বাধীন ভবিষ্যতের প্রতি তাদের দায়বদ্ধতার প্রকাশ।

এ আয়োজন সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এক শক্তিশালী বার্তা হিসেবে প্রতিফলিত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top