নতুন নেতৃত্বে ‘PUNAB’: একতায়, অগ্রযাত্রায়, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ডাক
নতুন নেতৃত্বে ‘PUNAB’: একতায়, অগ্রযাত্রায়, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ডাক
বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন Private University National Association of Bangladesh (PUNAB) তাদের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা দিয়েছে। “Unity – Mobilizing – Progress” স্লোগানকে সামনে রেখে গঠিত এই নতুন নেতৃত্ব আগামী দিনে শিক্ষার্থীদের কল্যাণ, আন্দোলন, সংস্কৃতি, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।
নতুন কমিটিতে নেতৃত্বে যারা
এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রায়হান পাটোয়ারী। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন লাবিব মোহান্নাদ, আল মাহমুদ আবির ও আসিফ মোহাম্মদ বিন আলম।
কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. আরিফিন আহমেদ রাফি, আর সহকারী সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন নাগিব সাদিক, এ.কে.এম. ফাহিম, আবুল হাসান নাবিল, আসিফ রেজা, ওমর ফারুক এবং ফারহান হাসান বর্ণ।
সংগঠনের মূল কাঠামো ধরে রাখার দায়িত্ব পেয়েছেন প্রধান সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান।
সাংগঠনিক বিভাগ
এই বিভাগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত হয়েছেন আল সাদ, সাইমন সাদিক জুনায়েদ, শেখ মেহেদী হাসান, রাগিব ইয়াসির নাবি, ইমরান হোসেন সহ ১১ জন তরুণ নেতৃত্ব।
যোগাযোগ ও দপ্তর
দপ্তর সচিব হয়েছেন ইহসান চৌধুরী এবং যোগাযোগ সচিব হিসেবে আছেন তানজিমুল ইসলাম। সহকারী হিসেবে যুক্ত হয়েছেন ইসরাত জাহান নিহা ও শাদ ইবনে জয়নাল।
ছাত্র আন্দোলন ও সদস্য সংগ্রহ বিভাগ
শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সোচ্চার এই বিভাগের নেতৃত্বে আছেন আলি হাশেমি রফসানজানি। সদস্য সংগ্রহের দায়িত্বে রয়েছেন তামিম শাহরিয়ার ও ফাহিম আব্রার।
ধর্মবিষয়ক বিভাগ
এই বিভাগে দায়িত্বে আছেন আবু মুসা, সহকারী হিসেবে রয়েছেন তাহমিদ হাসান মিহাদ, তৌহিদুল ইসলাম ও মুনায়েম আসরা।
মিডিয়া ও প্রচার
প্রেস ও মিডিয়া বিভাগের প্রধান হয়েছেন রওনক চৌধুরী, সহকারী হিসেবে যুক্ত হয়েছেন লাব্বি আহসান, রানা সরকার ও মো. মিঠুন আহমেদ।
আইন ও বিতর্ক বিভাগ
আইন বিষয়ক সম্পাদক হয়েছেন নাঈমুল ইসলাম এবং বিতর্ক সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন ফাহিম শাকিল। এই বিভাগে আরও অন্তর্ভুক্ত হয়েছেন ১১ জন সহকারী সদস্য।
গবেষণা ও প্রযুক্তি বিভাগ
গবেষণা ও প্রযুক্তি বিভাগকে বিভাজিত করে রাখা হয়েছে জুলাই রিসার্চ ও আইটি উইং হিসেবে। ইমরান খান ও শাহাদাত হৃদয় যথাক্রমে রিসার্চ ও আইটি শাখার দায়িত্বে। সহকারীদের মধ্যে রয়েছেন নাইমুল হোসেন, জায়েদ আহমেদ রিয়ন, জান্নাতুল স্বাদ সহ অনেক তরুণ মেধাবী।
সংস্কৃতি ও কল্যাণ বিভাগ
সংস্কৃতি সচিব হয়েছেন আয়মান নূর রাফি। শিক্ষার্থী ও সামাজিক কল্যাণের কাজে দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান ও ফাহিবা আখতার।
বিজ্ঞান ও ইভেন্ট ম্যানেজমেন্ট
এই বিভাগে তিনটি আলাদা শাখায় রয়েছে দায়িত্ব: বিজ্ঞান, গবেষণা এবং ইভেন্ট পরিচালনা। নেতৃত্ব দিচ্ছেন রাফি পাটোয়ারি, জাবের বিন নূর ও সাজিদ আল আরাবি। সহকারী হিসেবে যুক্ত হয়েছেন প্রায় ১০ জন সদস্য।
এইচআর ও অ্যালামনাই
মানবসম্পদ উন্নয়ন ও প্রাক্তন শিক্ষার্থী সংযোগে নেতৃত্ব দিচ্ছেন শাহরিয়ার নুহাশ ও সোহেল রানা তিবরো।
নারী ও জনসংযোগ বিভাগ
নারী বিষয়ক সচিব হয়েছেন সবায়েতা জান্নাত সমন্তা এবং জনসংযোগ সচিব হিসেবে দায়িত্বে তওসিফ ইমরোজ।
ক্রীড়া বিভাগ
এই বিভাগে নেতৃত্বে রয়েছেন রাবিউল ইসলাম আকামিন। সহকারী হিসেবে আছেন আসিফুর রহমান, রাবিউল আলমসহ আরও চারজন।
কেন্দ্রীয় নির্বাহী সদস্য
কেন্দ্রীয় কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন সিরাজুম মুনির, সিয়াম আহমেদ, রাকিবুল ইসলাম শান্ত, মাহিম ইসলাম চৌধুরী, আবদুল্লাহ আল রাইহান সহ আরও ২০ জনেরও বেশি শিক্ষার্থী।
PUNAB-এর লক্ষ্য ও প্রতিশ্রুতি
এই নতুন কমিটির অন্যতম লক্ষ্য হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংহতি তৈরি করা, তাদের অধিকার রক্ষা করা এবং জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়া। সংগঠনটি বিশ্বাস করে, সংগঠিত হয়ে কাজ করলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও দেশের মূলধারার উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবে।
নবনির্বাচিত সভাপতি রায়হান পাটোয়ারী বলেন, “আমরা চাই PUNAB হোক শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ প্ল্যাটফর্ম, যেখানে তারা নিজের সমস্যা নিয়ে সরব হতে পারবে এবং নেতৃত্বে অংশ নিতে পারবে।”
সাধারণ সম্পাদক মো. আরিফিন আহমেদ রাফি জানান, “আমাদের সামনে অনেক কাজ। আমরা শিক্ষার্থী-কল্যাণ, কর্মসংস্থান, নৈতিকতা, নেতৃত্ব ও উন্নয়নের বিষয়ে প্রকল্প হাতে নিচ্ছি।”
উপসংহার
নতুন নেতৃত্বে PUNAB যেন শুধু নামেই সংগঠন না হয়ে, দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কার্যকর একটি ভরসার জায়গা হয়ে উঠতে পারে – এটাই এখন প্রত্যাশা। ‘Unity – Mobilizing – Progress’ স্লোগানের এই কমিটি আগামী দিনের নেতৃত্বে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে অনেকেই আশাবাদী।



